বনে সিনা (৯৮০-১০৩৭ খ্রিষ্টাব্দ)
বনে সিনা (৯৮০-১০৩৭ খ্রিষ্টাব্দ)
৯৮০ খ্রিষ্টাব্দে তু্র্কিস্তানের বিখ্যাত শহর বুখারার নিকটবর্তী আফসানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, গণিতশাস্ত্র, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, খোদতত্ত্ব, চিকিৎসাশাস্ত্র, কাব্য, সাহিত্য প্রভৃতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারী ছিলেন। একশ বছর বয়সে ''আল মোজমুয়া'' নামক একটি বিশ্বকোষ রচনা করেন যার মধ্যে গণিতশাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়াদি লিপিবদ্ধ করেছিলেন।
তিনি ''আল কানুন'' নামে একটি কিতাব রচনা করেন যা তৎকালীন যুগে চিকিৎসাবিজ্ঞানে একটি বিপ্লব এনে দিয়েছিল। কিতাবটিতে শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ, পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। প্রকৃতপক্ষে তিনিই হোলেন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক। তার রচিত ''আশ শেফা'' দর্শনশাস্ত্রের আরেকটি অমূল্য গ্রন্থ। এতে ইবনে সিনার রাজনীতি, অর্থনীতি, প্রাণীতত্ত্ব, উদ্ভিদতত্ত্বসহ যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি মানুষের কল্যাণ ও জ্ঞানবিজ্ঞানের উন্নতি সাধনে আজীবন পরিশ্রম করেছেন এবং ভ্রমণ করেছেন জ্ঞানের সন্ধানে। তিনিই সর্বপ্রথম ''মেনিনজাইটিস'' রোগটি শনাক্ত করেন। পানি ও ভূমির মাধ্যমে যেসকল রোগ ছড়ায় তা তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন। সময় ও গতির সাথে বিদ্যমান সম্পর্কের কথা তিনিই প্রথম আবিষ্কার করেন।
১০৩৭ খ্রিষ্টাব্দে মহাজ্ঞানী বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
m
Post a Comment