Header Ads

test

গীতিকবি ও গীতিকাব্য

গীতিকবি ও গীতিকাব্য

গীতিকবি ও গীতিকাব্য

বিহারীলাল চক্রবর্তী – প্রেম প্রবাহিনী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদা মঙ্গল (১৮৭৯)

সুরেন্দ্রনাথ মজুমদার – মহিলাকাব্য (১৮৮০), সবিতা সুদর্শন (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২)

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর – স্বপ্নপয়ন (১৮৭৩)

স্বর্ণকুমারী – গাথা (১৮৮০), কবিতা ও গান (১৮৯৫)

অক্ষয়কুমার বড়াল – প্রদীপ (১৮৮৪), এষা (১৯১৯)

কামিনী রায় – আলো ও ছায়া (১৮৮৯), মাল্য ও নিমার্ল্য (১৯১৩), অশোক সঙ্গীত(১৯১৪), দীপ ও ধুপ (১৯২৯)

গোবিন্দ চন্দ্র দাস – প্রসূন (১২৯৪), প্রেম ও ফুল (১২৯৪), কুমকুম (১২৯৮), ফুল রেণু (১৩০৩)

মোজাম্মেল হোসেন – কুসুমাঞ্জলী (১৮৮২), প্রেমহার (১৮৯৮)

রবীন্দ্রনাথ ঠাকুর – ভানুসিংহের পদাবলী

দ্বিজেন্দ্রলাল রায় – আর্যগাথা (১৮৮২), আষাঢ়ে (১৮৯৯), ত্রিবেনী (১৯১২)

রজনীকান্ত সেন – বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), আনন্দময়ী (১৯১০)

সৈয়দ এমদাদ আলী – ডালি (১৯১২), হাজেরা (১৯১২)

অক্ষয়কুমার বড়াল – প্রদীপ, (১৮৮৪), এষা (১৯১৯)

কায়কোবাদ – অশ্রুমালা (১৮৯৫)

জসীম উদ্দীন

বাংলা সাহিত্যে পল্লী কবি কে? 

উঃ জসীম উদ্দীন।

জসীম উদ্দীনের জন্ম এবং মৃত্যু সাল উল্লেখ করুন? 

উঃ জন্মঃ ১৯০৩ সাল, মৃত্যুঃ ১৯৭৬ সাল।

কোন শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় জসীমউদ্দীন কবিতা রচনা করেন? 

উঃ বি,এ।

‘বেদের মেয়ে’ গ্রন্থটির রচয়িতা কে? কোন জাতীয় গ্রন্থ? 

উঃ জসীমউদ্দীন, নাটক।

জসীম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি? 

উঃ রাখালী।

‘কবর’ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

উঃ ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

‘নক্সী কাঁথার মাঠ’ এর ইংরেজী অনুবাদটির শিরোনাম কি? 

উঃ The field of the Embroidered Quilt.

‘নক্সী কাঁথার মাঠ’ টি কে অনুবাদ রচনা করেছেন? 

উঃ অনুবাদকের নাম E.M Milford.

জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় গ্রন্থ? 

উঃ কাব্যগ্রন্থ।

No comments