Header Ads

test

18. বিখ্যাত ব্যক্তিদের মজার উক্তি

18. বিখ্যাত ব্যক্তিদের মজার উক্তি

একটা সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা। -ডেরিল ওং (বক্তা ও পেশাবিষয়ক প্রশিক্ষক)

ভালোভাবে বোঝাতে না পারলে বুঝতে হবে, বিষয়টি ভালোভাবে বোঝেননি আপনি। -আলবার্ট আইনস্টাইন (জার্মান পদার্থবিজ্ঞানী)

পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম আমি। আমার বন্ধু পাস করেছিল সব বিষয়েই। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, আর আমি মালিক। -বিল গেটস (ব্যবসায়ী ও মাইক্রোসফটের কর্ণধার)

সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত। -জিম রন (মার্কিন উদ্যোক্তা)

কমিটি হলো কয়েকজন লোকের দল, যারা একা একা কোনো কিছুই করতে পারে না। তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আসলে কোনো কিছুই হয় না। -ফ্রেড অ্যালেন (মার্কিন কমেডিয়ান)
একা একা মরতে ভয় পান? বাসচালক হোন। -অ্যাবস্টিন ন্যাস্কে (বেলজীয় যোগাযোগ বিশেষজ্ঞ)
মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন। -রবার্ট ফ্রস্ট (মার্কিন কবি)

বাচ্চাদের টাকা-পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা। -অজ্ঞাত টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে। -ডগলাস কুপল্যান্ড (কানাডীয় ঔপন্যাসিক)

একটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে। আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা। -জি কে চেস্টারটন (ব্রিটিশ লেখক)

ভালোবাসো, নয়তো আমার কাছ থেকে দূরে চলে যাও। অ্যাই, সবাই যাচ্ছ কোথায় তোমরা? -অজ্ঞাত আমার দুটো বিয়ের একটিও সুখের হয়নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়জন যায়নি। -প্যাট্রিক মুর (ইংরেজ জ্যোতির্বিদ)

আমি খুবই আনন্দিত যে আমি উভকামী নই। মেয়েদের পাশাপাশি যদি ছেলেরাও আমাকে প্রত্যাখ্যান করা শুরু করত, তাহলে কীভাবে আমি তা সহ্য করতাম? -বার্নার্ড ম্যানিং (ইংরেজ কৌতুক অভিনেতা)

আপনারা নিশ্চয়ই জানেন পানিপূর্ণ বালতিতে একটি লাঠি ডুবিয়ে রাখলে সেটাকে বাঁকা দেখায়। এ জন্যই আমি গোসল করি না। -স্টিভেন রাইট (মার্কিন লেখক ও অভিনেতা)

পাগলামি রোগটি বংশানুক্রমিক। রোগটি আপনার সন্তানদের মাধ্যমে আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। -স্যাম লেভিনসন (মার্কিন অভিনেতা)

সে রোমান সংখ্যা বোঝে না। সে মনে করে আমরা ১১তম বিশ্বযুদ্ধে লড়াই করেছি। -জোয়ান রিভার্স (মার্কিন কৌতুক অভিনেত্রী)

কঠোর পরিশ্রম করেন সুপরিচিত হওয়ার জন্য, এবং তারপর কালো রোদচশমা পরে ঘোরাফেরা করেন, যাতে করে কেউ তাঁকে চিনতে না পারে। -ফ্রেড এ অ্যালেন (মার্কিন কৌতুক অভিনেতা)

কী করে রিলাক্স করা সম্ভব—এই বিষয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু একসময় ঘুমিয়ে পড়লাম আমি! -জিম লয় মাছের সামনে সব মানুষই সমান। সবাই শত্রু। -হার্বার্ট হুভার (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)

সত্যি বলার চেয়ে ভালো কোনো পথ নেই, যদি না আপনি অসাধারণ মিথ্যাবাদী হন। -জেরোম কে জেরোম (ব্রিটিশ লেখক)

সে-ই ভালো বন্ধু যে অর্ধেক ভেঙে যেতে দেখেও আপনাকে ভালো একটা ডিম হিসেবে বিবেচনা করে। -অজ্ঞাত আপনি যা চান, তা দেওয়ার জন্য একটি সরকার যথেষ্ট, আবার আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্যও একটি সরকার যথেষ্ট। -টমাস জেফারসন (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)
জীবনে কেবল একটা এক্সারসাইজই করেছি আমি, যেসব বন্ধু এক্সারসাইজ করত তাদের কফিনের পেছনে হাঁটা। -পিটার ওটুল (আইরিশ অভিনেতা)

আমি ব্যর্থ হইনি। আমি শুধু ব্যর্থ হওয়ার ১০ হাজার উপায় খুঁজে পেয়েছি। -টমাস আলভা এডিসন (মার্কিন বিজ্ঞানী)

আপনি যুদ্ধের প্রতি আগ্রহী না হতে পারেন, কিন্তু যুদ্ধ আপনার প্রতি আগ্রহী। -লিয়ন ট্রটস্কি (রাশিয়ান রাজনীতিবিদ)
জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা নয়, বৃষ্টির ভেতর নাচতে শেখা। -ভিভিয়ান গ্রিন (ঔপন্যাসিক গ্রাহাম গ্রিনের স্ত্রী) বিছানায় পড়ে থাকবেন না, যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। -জরজ বার্নস (মার্কিন কৌতুক অভিনেতা)

No comments