Header Ads

test

হুমায়ূন আহমেদের বিখ্যাত উক্তি সমুহ পাঠ- ৩

হুমায়ূন আহমেদের বিখ্যাত উক্তি সমুহ পাঠ- ৩
অনেক কিছুই বই পড়ে শেখা যায় না। যে কোনোদিন মিষ্টি খায় নাই, সে কি কোনো বই পড়ে বুঝতে পারবে মিষ্টির স্বাদ কী ! যে কোনোদিন লাল রঙ দেখে নাই, বই পড়ে সে কি বুঝবে লাল রঙ কী?
-----হুমায়ূন আহমেদ
আয়না দেখলে আয়নার সামনে দাড়াতে ইচ্ছা করে । খুবই ক্ষুদ্র ইচ্ছা
এবং নির্দোষ ইচ্ছা । তবু অতি ক্ষুদ্র ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেইএকবার
প্রশ্রয় দিলে সব ইচ্ছাকে প্রশ্রয় দিতে মন চাইবে ।
গ্রন্থ: দরজার ওপাশে -----হুমায়ূন আহমেদ
বিয়ের আগের রাতে সবমেয়েরই কি এ রকম হয়?
আচ্ছা বাংলাদেশে এমন মেয়ে কি আছে যে বিয়ের আগের রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুমুতে পেরেছে?
-----হুমায়ূন আহমেদ
যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না।
-----হুমায়ূন আহমেদ
মেয়েরা ব্যাক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না।
-----হুমায়ূন আহমেদ
মানুষ মানুষের কথা খুব দ্রুত ভুলে যায়
-----হুমায়ূন আহমেদ
কান্নার সঙ্গে তো সমুদ্রের খুব মিল আছে।
সমুদ্রের
জল নোনা। চোখের জল নোনা। সমুদ্রে ঢেউ
ওঠে।
কান্নাও আসে ঢেউয়ের মতো।
-----হুমায়ূন আহমেদ
"মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ"
-----হুমায়ূন আহমেদ
দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না।
-----হুমায়ূন আহমেদ
তুমি যখন ভাল করতে থাকবে, মানুষ
তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার
শত্রু জন্মাবে।
-----হুমায়ূন আহমেদ
চট করে কারও প্রেমে পড়ে
যাওয়া কোনো কাজের কথা না।
অতি রূপবতীদের কারও
প্রেমে পড়তে নেই। অন্যরা
তাদের প্রেমে পড়বে, তা-ই
নিয়ম
-----হুমায়ূন আহমেদ
গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়
প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন
কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুলদুজন
এক সঙ্গে কখনো পুতুল হয় না।
কে পুতুল হবে আর কে হবে সূত্রধর
তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর
মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই
পুতুলের সুতা।
-----হুমায়ূন আহমেদ
"মানুষ যখন মৃত্যুর দিকে এগোতে থাকে তখন সে
ব্যাকুল হয়ে পেছনে তাকায়আমার মনে হয় তাই
হয়েছে। সারাক্ষণই শৈশবের কথা মনে পড়ে। কী
অপূর্ব সময়ই না কাটিয়েছি!"
----- হুমায়ূন আহমেদ
মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেইশেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকারনিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার
-----হুমায়ূন আহমেদ
সঠিক সিদ্ধান্তের
ক্ষমতা আছে শুধুই আল্লাহপাকের
মানুষকে মাঝে মাঝে ভুল
সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয়
যে সে মানুষ
-----হুমায়ূন আহমেদ
মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক
কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয়
সহজে মেনে নিতে পারে না।
-----হুমায়ূন আহমেদ
গাধা এক ধরনের আদরের ডাকঅপরিচিত বা অর্ধ-পরিচিতদের
গা

No comments